অন্ধকারে ইটের রাস্তা, হাঁটতে গিয়ে
পা মচকে গেছে । বাড়ি খুঁজে পাচ্ছিনা
হাতে দু'টো মোম, দিয়াশলাই আনতে ভুলে গেছি
মোবাইলে সংযোগ দেয়া সম্ভব হচ্ছেনা ।
মাস্তান, ছিনতাইকারি, কুকুরের ভয়;
এতটা পথ এসেছি, ফিরে যাবো ?
অনুভবে পুবের জানালা, কতক্ষণ দাঁড়িয়ে থাকব ?
তোমার চুম্বনপ্রার্থী । পায়ের নিচে ভাঙ্গা ইট, সাপ, খোপ
লাইট জ্বেলে কে আসছে এদিকে ?
দৌড়ে পালাবো ? পরে দেখা হবে, আগে জান বাঁচাই ।