ফুলকুঁড়ি সারারাত ভ্রমরকে স্বাগত জানিয়েছে
পাপড়িতে নিষিদ্ধ প্রেমের গন্ধ, রেণুতে পাপ
সব হারানোর ভয় । এখন মিথ্যে বলতে হবে -
সারারাত ধবল মেঘে ছিল মহামারি অবস্থা,
তাই বাড়ি ফিরতে পারিনি ।
বান্ধবি রাতের আঁধার; প্লিজ হুল ফুটাসনা,
পরজন্মে বৃক্ষ হয়ে তোকে ছায়া দেবো !