১)
ক্যাপসুল লেপ, ভেতরে উত্তাপ;
শরীর জুড়ে তাল মিছরি স্বাদ !
পৌষের বারান্দায় পাখি ডাকা ভোর,
খেঁজুর গাছে উঠবে কে ? রসের হাড়িতে
নেশার পেয়ালা । প্রাণবন্ধু ঠান্ডা রে !

২)
লম্বা রাতে জামানত হারা খোয়াব,
গুরু বলেছে এগিয়ে যেতে...
লগি, বৈঠা আর ফুটুস করা শব্দে
বুক ভরা অর্জন, যুগে যুগে যুগান্তর...

শীতঘুম কেড়ে নেবে, এমন সাধ্য কার রে ?