১)
ইঁদুর কাগজ কেটেছে, বিড়াল মাছ খেয়েছে
সরপুঁটি, ট্যাংরা, পাবদা ভয়ে পালিয়ে গেছে...
রুই-কাতলার হাতে তালিকা আছে জেনেও
কিছু ভ্যাদা মরার মতো পড়ে রয়েছে ।

দিন শেষে বিড়াল জয়ে যখন ইঁদুর মিছিল
তখন নীল নকশার সোনালী জলে রুই-কাতলার নৃত্য...

এদেশে নাকি এখনো ভোট হয় !

২)
ধারালো দাঁতে বোধ হলো পাথরকুচির মতো
যার নখের আঁচড়ে রক্তাত্ত হয় স্বাধীনতা,
তাকে কখনোই চাঁদের বুড়ি ভেবোনা

যদিও বেঁচে থাকাটা তার জরুরী
কারন, প্রজন্মের কাছে জবাবটা তো তাকে দিয়ে যেতে হবে ।