অর্জন, পাখির ঠোঁটে খড়-কুটো
উষ্ণ আদরে ভবিষ্যতের নির্মাণ ।
বুকে জমানো ব্যথা, অভিমান, কষ্ট
অবহেলার ডাল-পালা, শিকড়-বাকড়
পাথরের নিচে অধিকার, হলুদচাঁপা ঘাস,
চাইলেই ভাসানো যাবেনা পদ্মা মেঘনা যমুনা...
নতুন সূর্যের আলোয় পিঠ রেখে
সোনালী দিন, ভোরের শিশিরে হাসি;
বলো, পৃথিবীর সব সর্বহারাকে বলো-
রুটি-রুজির সাথে পাবে নিরাপদ আশ্রয়
লোভ ও হিংসার আগুনে ধ্বংস হওয়ার আগে ।