উত্তরে মাথা
ঘিঞ্জি সব আঁধারঘর । টারবাইন ।
বুলেটপ্রুফ জ্যাকেটে মিশন ইম্পসেবল !
শ্রম ঘাম রক্ত ভালোবাসা আর এক চামচ কমলার রস,
ভালো থেকো পৃথিবীর মানুষ !
প্লুটোনিক দূরত্বে ব্যাক বেঞ্চার আমি,
হ্যাঙ্গারে ঝোলানো আত্মা, মুখ লুকাবো কোথায় ?
যত পারো বলো-অসামাজিক, হিদেন
কোনদিন কি মানুষ ছিলাম ? মনে পড়েনা ।