ঘুম ভেঙ্গে জলের গেলাস, পাঠায় আকাশ বার্তা...
মা লক্ষ্মী কি জেগে আছেন ?
সিঁথির সিঁদুর মুছে যাওয়ার পর
দুই সন্তান নিয়ে করুণ সংসার;
চাকুরীটা যদি এবার সত্যিই চলে যায় ?
ব্যবসা মন্দা, প্রডাক্সন ডাউন, ভয়ংকর কিছুর অপেক্ষা...
তিন হাজার থেকে প্রাথমিক ছাঁটাই পাঁচশো;
বেনু বালার দক্ষ হাত আস্তে আস্তে সিথিল হয়
বাইরে তখন উন্নয়নের কান ফাটানো আওয়াজ ।