দাঁত বের করে বসে আছে পাপ
গলির মুখে যাবনা, অচেনা অন্ধকার ।
বাড়িতে বাবা-মা, স্কুলে শিক্ষক
সু-বচনে সুশীল উপদেশ -
চরিত্র হলো অমূল্য সম্পদ ।
হাতে ফ্ল্যাট মোবাইল, কম্পুটারে তীক্ষ্ণ চোখ
জ্ঞানের সাগরে ডুব দিয়ে ঝিনুকে মুক্ত
ডাঙ্গা থেকে হাঁটুজল, মাজা থেকে গলা
তারপর থ্রিএক্স ভিডিওতে টিন এজার সেক্স ।
নেশার বড়ি এখন বাতাসে উড়ে...
দোস্ত, তুই'ই পারবি মালটা যোগাড় করে দিতে ।
পাপ ও চরিত্র হলো নিজস্ব দৃষ্টিভঙ্গি
সমাজ ও রাষ্ট্রের হিসেব না করলেও চলবে ।