চিতার আগুনে পুড়ে ছাই, নদীর জলে
ভাসিয়ে দিলেও ভেসে যায়না ত্রিশ বছর ।
ভাইরে জীবনটা অনেক লম্বা...
একটা কিছু করতে হবে ।
ভয়, লজ্জা, ফুলকুঁড়ির যৌবন, বিয়ে;
যদি মেনে না নেই, তখন ?
শরীরে উত্তাপ নেই, সাগরের মোহনায়
দাঁড়িয়ে নদীর মিলন, বড্ড অসহায় !
বার্তাহীন আকাশে প্রতিদিন অপেক্ষা...
ভগবান, তুমি একটা কিছু বলে দাও !