১)
রকমারি হাটের খিলিপান
ভুল করে শুপুরির চোখ,
হাকিমপুরি জর্দ্দার ঘ্রাণ ভাল
মাথা ঘুরছে...
পড়ে যাবো নাকি মরে যাবো ?
২)
জীবনে আছে কি ?
- কাঁথা আর বালিশ ।
ফজা ভাই কি মজা মারছে ?
- ডাকা যাবেনা কোন সালিশ ।
৩)
কুকুরছানা, কাঠবিড়ালি
খেলবি যদি আয়,
গোয়ালভরা গরু আছে
হালের বলদ নাই ।