মুক্ত হাওয়ার দিন ফুরিয়ে যায়নি;
বন্ধ ঘর । হাতে-পায়ে শৃঙ্খল । ক্ষুধা, দারিদ্র
মেশিনের চাকা ঘুরছে । স্বস্তি, নিঃশ্বাস
কয়েক কদম এগুলেই কবির শব্দেরা
হয়ে যায় লোহা গ্রিল পার্টস নাট-বোল্ট...
সব কিছু ছেড়ে দাও ভবিৎষ্যতের হাতে -
প্রজন্মের দায়, বড় হওয়া, স্বপ্ন, সফলতা...
লগি মেরে মাপতে হবেনা জলের গভীরতা
কারন কবিকেও মাপতে হয় আটা ও চাউলের বাজারদর ।