আলতা পায়ের বঁধূ এখন খুনখুনে বুড়ি
চুয়াল্লিশ বছর পর ঘোলাটে চোখে
জিজ্ঞেস করে স্বাধীনতার অর্থ
তেজি ঘোড়ার মতো ছুটেছিল কলিম শেখ
নয় মাস পর ফিরে আসেনি । যুদ্ধ কি শেষ ?
বিজয় দিবসের মহানায়ক অবাঞ্ছিত হয়
প্রশ্ন করোনা, স্বাধীনতা কেন মূল্য হারায়
ফুল শ্রদ্ধা ভালোবাসায় বরনের ডালা
বছরের পর বছর বিজয়ের আনন্দ ধারা...
কলিম শেখ-এর এসব কিছুই দেখা হয়নি
তাঁর আলতা পায়ের বঁধূটি এখন খুনখুনে বুড়ি
চুয়াল্লিশ বছর ধরে খুঁজছে স্বাধীনতার অর্থ...