ঘর পোড়া গরু
সিঁদুরে মেঘ কেটে গেছে । দু'দিন পর
চোখের জলে প্রিয়তমার হাসি; মায়ের হাতে
চালকুমড়ো-ডালের বড়ি, টাকি মাছের ভর্তা...
নয় মাস পর নতুন সূর্যের আলোয় পিঠ রেখে
আমার স্বাধীন বাংলাদেশ, কী যে প্রশান্তি !

নেকড়ের শেষ ছোবলে তখনো বুদ্ধিজীবী হত্যা...
বিজয়ের মাত্র দু'দিন আগে; সবুজের মাঝে
ভারি হচ্ছে গাঢ় লাল, লাশের পর লাশ...



(শহীদ বুদ্ধিজীবী দিবসে পরম শ্রদ্ধায় নিবেদিত)