পোট্রেট নয়, ল্যান্ডস্কেপ আকাশের দিকে
তাকানোর আগে শর্ত হলো -
পাসপোর্ট, ভিসা, কাগজ জমা রাখতে হবে ।
ষড়যন্ত্র, মৌলবাদ, বোমা, আগুন
পেটে বাতাস, মলদ্বারে শব্দ, হাগা, মুত
সব কিছুর জন্যই দায়ী থাকবা সোনার চাঁদ ।
টেকনাফ থেকে তেতুলিয়া, রানাঘাট বাদ;
বাতাসে হিটলার, সাদ্দাম, গাদ্দাফি...
স্বর্গ থেকে কান ধরে পাঠাবে নরকে !