স্বপ্ন, মায়া, ত্রিশ বছরের বাঁধন,
বিচ্ছিন্ন বারো বছর !
কবির শব্দেরা এবার পরিণতি পায়
একাকি ঘর, ছন্নছাড়া...

অর্থ, সম্পদ, খ্যাতি, যশ
                চম্পাকলি ।
কুঁড়ি থেকে ফুল, তারপর ফল
                অপরিপক্ক
                কেন ?
যত্ন বা পরিচর্যা কি কম করা হয়েছে ?

মেধা ও মননে বিড়ম্বনার শিকার ।
কবি জানে -
তাঁকে একাই পৌছাতে হবে গন্তব্যে ।