চোখ বন্ধ করলেই হাতের কাছে তুমি
ঠোঁটের আহবান উপেক্ষা করি কি করে ?
ঘণ কুয়াশায় ঢেকে গেছে তোমার মুখ
সর্ষে ফুলে প্রেম, ভ্রমরের গুঞ্জণ, উড়ে চলা...
বসে আছি, অন্তরে বাতি জ্বেলে ।
তুমি আসতে পারবেনা, আমি নিরুপায়
মেসেজ অপসন খোলা আছে, বাতাসে ফ্লাইং কিস
কন্টক শয্যায় আর কত দিন ?
তোমার-আমার দূরত্বটা যখন বাড়তেই আছে...