দামী পরিচালকের ছবিতে অভিনয় করব
কতদিনের স্বপ্ন !
যৌবনে ঘুণ, ঝুলে পড়েছে আকর্ষণ...
এবার অফার পেয়েছি, হাত ছাড়া করব কেন ?
চরিত্র ছোট - তাতে সমস্যা নেই
কাহিনী - ঐতিহাসিক প্রেক্ষাপট,
অভিনয় করলেই ইতিহাসের সাক্ষী !
জরিমন কাঁদছে...
ঢলঢলে বুকের ফাঁকে লাইট, ক্যামেরা, চোখ ।
এক হাতে জীবনের ভার, অন্ধকার
অন্য হাত দেখিয়ে দেয় জমিন !