পুকুর-জলে নদী হলে
একাকার হয়ে যাবে গ্রাম, শহর, জনপদ...
তারপর বন্যা আসবে, নতুন পানিতে ছড়াবে
ময়লা, মাছি, রোগ-বালাই, ঘৃণা, রক্ত, আক্রোশ
আপাতত খোড়া-খুঁড়ি বন্ধ ।
কেঁচো-কাটা কোদাল তোলা থাক সাপের জন্য
ফনা তুললেই মেরুদন্ডে আঘাত !
একদল গাধা, বলে দিয়েছি ঋণ নিয়েছে
তবু পুকুর খুঁড়ে নদী বানানোর সাধ !
তোর মনোনয়ন তো বাতিল হবেই
তা না হলে বিনা প্রতিদ্বন্দিতায় জিতব কি করে ?
শুনি ?