রাত জেগে জেগে সহি করি তালাকনামা
পরক্ষণেই ঘুঘনি বাতাসে এফোঁড়-ওফোঁড় ।

শয়তানের কামারশালায় গনগনে আগুন,
তবু ফুলপরি চোখে নিশিকাব্য আয়োজন
                                   চলছেই

আমার আর তাপস হওয়া হলোনা রে !