দশ টাকার নোট ভাঙ্গিয়ে খরচ করা
অসম্ভব !
প্রতিদিন এক বেলা আহার, কেবল দুপুরে ।
লোকটা কি আসলেই কৃপণ ?
শ্রমের ফসল দিয়ে শুধু জমি কিনে
হলুদ সর্ষে ফুলের মতো প্রত্যাশা;
সেচ দেওয়া গমের খেতে সারি সারি বক
আউশ ধানের ঘ্রাণ, উতলা মন;
কেন যে মানুষ বাড়তি খরচ করে ?
লোকটা কৃপণ, কিন্তু ক্ষতি করেনি কারো;
কাফনে মোড়ার আগে জানা গেল
তাঁর শেষ ইচ্ছে -
ফসলের মাঠেই সে শুয়ে থাকতে চেয়েছিল
শুয়ে শুয়ে সে নাকি ফসল পাহারা দেবে !