বয়সের মেঘলা আকাশ । একটা আখড়া
এক তলা এবং দু'তলায় কমার্সিয়াল স্পেস,
পাখির ঠোঁটে তখনো খাদ্য অন্বেষণ ।
তৃতীয় তলায় টিনের ছাউনি, ঝুল বারান্দা;
ফসলের সু-গন্ধ পেরিয়ে মাথাভাঙ্গার জল
কৈশোরের দৌড়-ঝাপ, জলকেলি, এপার-ওপার...
তবু দৃষ্টি জুড়ে শূন্যতা । বাগানে সাড়ে তিন হাত মাটি,
মেঝেতে বই খাতা কলম কবিতা...
মা কি আমাকে ডাকছে ?
কিন্তু আমার তো কবিতা লেখা শেষ হয়নি !