একা, লং জার্নি...
হঠাৎ পাশে কেউ এবং সে যদি হয় পছন্দের,
কথা শুরু করলেই কি বেহায়া হয়ে যাব ?
অথচ চুপচাপ বসে থাকা প্রায় অসম্ভব !
সুইচ অন করলাম, আপনি কোথায় যাবেন ?
ওমা, এ তো দেখি কথার রাজ্যপাট,
আমাকে যে তার পেয়াদা বানিয়ে ছাড়বে !
জানালা খুললেই হেমন্তের হিম, হালকা কুয়াশা
দু'পাশে অবারিত ফসলকাটা মাঠ, ফাঁকা
চাঁদের আলোয় পড়েছে আঙুলের ছাপ
দীঘির জলের মতো চোখ, গভীর !
আমরা কি লেভেল ক্রস করছি ?
না না, ড্রাইভার ঠিকঠাক গাড়ি চালাচ্ছে...
গন্তব্যে পৌছে গেছি, এখনি নামতে হবে ।