১)
স্বাধীনতার সূর্য অস্তমিত, পরাজয়
জুতোর ছাপ ধরে ভাগিরথি নদী
কাঁটার সিংহাসনে বাংলার নবাব

ইংরেজ শাসন, দু'শো বছরের গোলামি

মীর জাফর বেঈমান এবং একটা গালি ।

২)
ত্রিশ লাখ শহীদ, মা-বোনের ইজ্জত;
বিনিময়ে কাঙ্খিত স্বাধীনতা ।

খুন গুম নির্যাতন আর কণ্ঠরোধে
লাল নীল কালো ঘোড়ার দাবড়ানি
                          যাচ্ছেতাই

১৫-ই আগস্ট হলো একটা অগ্নুৎপাত !

মীর জাফর হারামি এবং ত্রাতা ।

৩)
মুখ আছে, কিন্তু কথা বলা যাবেনা
চোখের কাজ শুধু দেখে যাওয়া...
নীতি হলো অন্ধকারে পাপড় ভাজা

সীল মোহর ছাড়া ১৫৩, শক্তির অপব্যবহার
পিছনে অদৃশ্য হাত, দীর্ঘ মেয়াদি...

মীর জাফর এখন সহায় এবং কাম্য ।