সদর দরজা খোলা...
ভেতরে ঢোকার অনুমোদন নেই ।
তাতে কি ?
বৈধতা হলো মুতের ফেনা
যত কানাগলি, কুকুর, শেয়াল,
এক বসন্তেই ভালোবাসার তালপুকুর,
তারপর বাপের ভিটায় চিরস্থায়ী বন্দোবস্ত ।
দা কুড়াল খুন্তায় ইতিহাসের নায়ক,
অন্ধকারে ঢেকে যাওয়া লাল-সবুজ ঠিকানা
শুধু থুতু আর ঘৃণায় মুক্ত করা যাবেনা ।
অথচ বিদ্রোহী হয়ে ওঠা কারু কাম্য নয় ।