১)
এটা চেতনার স্তুপ
এখানে বন্ধক রাখো বিশ্বাস
মেরুদন্ড হলো রাবার টিউব
ভেতরে হাওয়া
পাম্প করলেই ফেটে যাবে
দাঁড়াতে দেওয়া হবেনা
২)
দুধের শিশু নির্বাক
নতুন বউ এর গায়ে বিধবা পোষাক
মা কাঁদে - ছেলে কোথায় ?
বাবার কাঁধে হিমালয় !
ক্যাঙ্গারু বিচার করে...
শকুন বার্তা দেয়...
তুলির মা উকিল ধরে বেহুদা