আলো জ্বালালেই পোকার উৎপাত
অন্ধকার সহ্য হয়না,
চায় অহর্নিশ আলো
পোকাহীন নির্ঝঞ্ঝাট ।
মশারী হলো আদিম কৌশল
কতটা নিরাপদ ?
পরিকল্পিত ফাঁদে সিরিয়াল কিলার
ছোট পোকা, বড় পোকা, বিষ পোকা
ডেড বডিতে অাক্রোশ, থুথু, ঘৃণা
শ্রদ্ধা হলো ইতিহাসের দেনা, অপেক্ষা...
বিচার এবং আনুষ্ঠানিকতা শেষে
প্রতিক্রিয়া-
বলা যাবেনা, কারণ
পোকার দাফনে কেউ যেতে পারবেনা ।