কলা পাতার জল, নিমিষেই শেষ
দু'হাত বাড়িয়েছি তবু, বাতাসে ফোঁটা ফোঁটা...
শুকনো মুখে দেবো জলের প্রলেপ, কী প্রশান্তি !
চারিদিকে রোদের উত্তাপ, মরু, খাঁ খাঁ...
জরা, মৃত্যু - বাড়ছে বিশ্বাসের ভাইরাস;
রাত পোহালেই এ কে ৪৭, দাঙ্গা, গুলি, খুন
তারপর সভা, সেমিনার, প্রস্তুতি, ঘোষণাঃ
এবারের মিশনে দেবো দাঁতভাঙ্গা জবাব !
ঘা ও পুঁজ-এ নেচে উঠে অবৈধ কীট;
সান্তনা দেয়, হতে চায় সাহসী সহযোগি,
নকলের গায়ে লেখা, নকল হতে সাবধান !
কলা পাতার জল, নিমিষেই শেষ
তবু দু'হাত বাড়িয়ে রেখেছি, নিস্ফল
মেঘহীন আকাশ, মাটি ফেটে চৌচির
অথচ বৃষ্টি চায় জমিনে, মনে, মননে...