হলুদ পাঞ্জাবী নেই
বন্ধ ঘরে গুমট অন্ধকার, অথচ
দরজার ওপাশে আলোর বন্যা ।
বসে আছি । চোখে-মুখে বিস্ময় !
দিন ফুরোলেই দেখব জ্যোৎস্নার ফুল...

ঘর হতে বেরুতেই মেঘলা আকাশ, তবু
মাথাভাঙ্গার দু'পাড়ে সবুজ ফসল,
জ্যোৎস্নাহীন অন্ধকার, কী বিরক্তিকর !

এই চোখ হতে পারেনা ময়ুরাক্ষী নদী
ভাঙ্গা-গড়া, গড়া-ভাঙ্গা, অনুভুতির শিকল,
কত অল্পতেই হাঁপিয়ে ওঠে বিশাল অন্তর !

হিমু হওয়া কি এত সহজ ?



........প্রিয় লেখক হুমায়ূন আহমেদ এর ৬৭ তম জন্মদিনে নিবেদিত ।