পদ্মার ঝিনুকের চুন, অার
শেয়ার বাজারের নুন, খেয়ে
ক্রস ফায়ারের খুন !
কে বলেছে, উঠিয়ে নিলেই গুম ?
লাশ খেতে অার ভাল লাগেনা !
হাতে দারুণ একটা ট্রাম কার্ড !
কবর খুঁড়লেই হাড্ডি, কংকাল, বিশ্বাস...
অাহা, কত দিনের নেশা !
পরাণ পাখিতে কচ্ছপের অায়ু
শকুনের গলায় ঘন্টা,
এসো এসো হে ২০৪১ !
সমৃদ্ধ কুকুরের পেটে ঘি
পশম উঠলে ঘেয়ো চামড়া,
সাবধান ! লাথি দিওনা
লুই কান অভিশাপ দেবে !