আকাশে চাঁদ । আলো । জ্যোৎস্নার ফুল
সকালে সূর্যের উত্তাপ । জীবনঘুড়ি । টানপড়া সুতো
সারাদিন কৈতরি সংলাপে বাম্পার ভাল থাকা
চিরতার জল কি অমিয়সুধা ? অভিনয় মন্দনা !
দীর্ঘ পথ । একা । ঘুঘুর ডাকে উদাস দুপুর
দূরত্ব বাড়ছে - সকাল বিকেল রাত
কাকের চোখের মতো টলটলে জল । নির্বাক নদী
প্রশ্ন অনেক । ঘূর্ণি বাতাসে মহামারি সময়
দূরে মেঘমালা, হতাশার মতো সুন্দর,
রঙের দুনিয়ায় কি করে বলি -
আমার কিছু ভাল্লাগেনা !