রাগ, দুঃখ, ঘৃণা - দু'চার লাইন কবিতা...
ছন্দহীন জীবন, হা-হুতাশে সময় ক্ষেপণ;
সৃষ্টি ? তপস্যা করো বারোমেসে !
ঘুঘু ও ঘুঘুর ফাঁদ দেখে, আস্ত একটা
অভিজ্ঞতা নিয়ে প্রতিদিন বাড়ি ফেরা;
ভয়ংকর চোখ, ময়লা ও আবর্জনার পুকুর,
বিষ্ঠামুখে কত সহজেই বের হয়ে যায়
অনায়াশ নোংরা !
তার ছেড়া মাতাল নয়, রীতিমত অহংকার ।
তবু, ময়নার চোখে স্বপ্ন, ফুলশয্যার রাত
গরম ভাতের থালা সাজাবে । কপালে ঘাম
চোখে-মুখে চিরায়ত বাংলার গৃহলক্ষ্মী ।
আমি প্রতিদিন খালি পায়ে হেঁটে যাই
খড়-কাটা জমিন
সুচের মতো পায়ে বিঁধে । তবুও হাটি...
ফুল ও ফসলের হাসি দেখব বলে ।