নেশা বাড়াসনে, অন্ধকারে একলা থাকি
গোপন টেলিফোনেও আড়ি পাতা ।
ভাবছি ভিডিও গেম খেলে সময় পার করব,
দেখি ব্লগের পাতায় টান টান উত্তেজনা...
ন্যাংটা গণতন্ত্রকে পোশাক পরানোর চেয়ে
ফাউল্লা মঞ্চের নেতা হওয়া সহজ;
আহা, সেইসব হাড়িভাঙ্গা রাত আর নেই !
তবুও মারফতি নেশায় পোলাও, কোর্মা...
বুঝবিনা, হরতাল ডাকার মজাটাই আলাদা !
চোখের জলে বুক ভার, বিছানা ফাঁকা
বাবার কাঁধে সন্তানের লাশ । কতটা ভারী ?
কোন রাগ, অভিমান, ঘৃণা, উত্তেজনা নেই
কারণ, তিনি বিচার চান না । কেন চান না ?