গল্প বানানোর পর ছড়িয়ে দাও...
হাঁটুজলের বিশ্বাস পাবে কোমরজল ।
আমার হাতে লাগ ভেলকি লাগ,
ছুঁ মন্তর বলার আগেই
চিনিতে পিঁপড়া, বান্দা হাজির
কড়কড়ে নোটে তেল চুকচুক !
স্ট্যান্ডার্ড মান বজায় রাখতে হবে, বুঝলে ?
গ্যাস, বিদ্যুৎ থেকে কাড়ি কাড়ি...
অন্ধ, কানা, খোঁড়া আর বোবার দেশে
ভাঙ্গা-গড়া, গড়া-ভাঙ্গা । মুখে কুলুপ !
তেলের কুপি হাতে পায়ের নিচে
বসে আছে কয়েক জনমের কুকুর,
গোসল না করেই হেঁসেলে যায় নাপাক
ষোল কোটি মুন্ডুর মুড়িঘন্ট, আহা কী স্বাদ !
ব্লগার, প্রকাশক খুন হয়েছে ? লেবেল দাও
হাঁটুজলের বিশ্বাস পাবে কোমরজল
এদেশকে উদ্ধার করবে কে, শুনি ?