দরজা বন্ধ করলেই রাক্ষসী যৌবন
যদি ডুবোজাহাজ হয়ে যায়
তবে
তোর কোমরের ভাঁজে
আছড়ে পড়লে রক্ষে নেই
বাতিনেভা অন্ধকারে সিদ্ধ পুরুষ
দু'হাত কচলিয়ে -
এত নিচে ?
না না, নামতে পারবনা
দুই দিন পর আঙুল উঁচিয়ে
শালা, তুই কেমন পুরুষ রে
আমার মনের কথা বুঝিসনা
তারচেয়ে, তুই আবার আসিস
আমি বরং দরজা খোলা রাখব