রাতের আকাশের নিহারীকা তুমি
কখনো দু-একটা খসে পড়া তারা
মিনতি আমার ! প্রার্থণা সারাবেলা !
যত অজুহাত, উছিলা, তোমাকে পাওয়া;
শরীরের উত্তাপ । কামনার চোখ । উন্মত্ততা
তুমি ছাড়া দুনিয়া, স্বর্গ, নরক ফাঁকা !

একদিন বেনারশীতে অপেক্ষার রঙ, টানা ঘুমটা
মনের বাঁধন থাক, কী সুন্দর শরীরের বাঁধন !
রাতজাগা পাখির চোখে ভোরের শিশির
আহা, এত সুখ জানা ছিলনা জীবনে !

দুই বছর তিন মাস । তাল মিছরি কি তিতা ?
কি বলছো ? বংশ, বুনিয়াদ, চৌদ্দগুষ্ঠি, ফালা ফালা..

বিছানাটা আমার । মনের দরজা বন্ধ । শরীর দু'ভাগ
এসি রুম, ঘুলঘুলি নেই, জানালা-দরজা বন্ধ;
শালা ভালোবাসা, কোন্ ফাঁক দিয়ে যে পালালো !






........এটাই শেষ কথা নয়, এর ব্যাতিক্রমও আছে,
        আমাদের প্রত্যাশা পূরণ করুক সেসব সুখী দম্পতি ।