বেশি কথা বললেই কি খেই হারিয়ে যাবে ?
মাথায় কিন্তু গন্ডগোল নেই, কাঙ্খিত বস্তু হাতে;
কথার খিচুড়ি বাদ, অপেক্ষার পালা শেষে
এবার সবাই প্রস্তুত, চা-এর সাথে টা-এ
অফিস পিয়নের হাতে গরম মোগলাই
এসির ঠান্ডা বাতাসে শারদীয় বিকেল
কাস্তে, কোদাল নিয়ে তিন পুরুষের কামলা
ইংরেজ চলে গেছে, পোকায় খাওয়া পাকিস্তান
ঝেটিয়ে বিদায়; সেও একাত্তরের মামলা
সাদা পোশাকে ফুলবাবু, কাস্তে-কোদাল নেই
অফিস ফাইলে কামলা, মাস শেষে মাইনা
কত অল্পতেই জমাতে পারি
প্রাণখোলা বাঙালি আমরা !