কিছু গল্প পুরানো হলেও তার চাহিদা থেকে যায়
এই যেমন একজন পবিত্র ব্যক্তির ঈশ্বরের কাছে প্রার্থনা-
"হে ঈশ্বর পৃথিবীর সব পাপীকে তুমি এক হাত ছোট করে দাও
যাতে ঐ সব পাপীকে আমি সহজেই চিনতে পারি" ।
দয়ালু ঈশ্বর, সে প্রার্থনা কবুল করলেন ।
পরদিন সকালে পবিত্র ব্যক্তি তো অবাক !
পৃথিবীর সকল মানুষ তার পূর্বের উচ্চতায় ঠিক থাকলেও
কেবল ঐ পবিত্র ব্যক্তিটি একহাত ছোট হয়ে গেছে !
কী আর করার, সবই দয়ালু ঈশ্বরের ইচ্ছা !