কবি জানে, সে গোঁড়া নয়
কেবল পাতাল রেলে নৌকা বাই ।
উন্নয়নের ফ্লাইওভারে নাক ডুবিয়ে
সুগন্ধি শাড়ির আঁচলে মুখ লুকায় ।
চোখের জলে, নাকের জলে পল্টন কাঁদে...
কবির ক্যামেরা তখন চার তলার ছাদে ।
ষড়যন্ত্রের নিয়ামত হলো সাত খুনে মাফ
উন্নয়নের ঘোড়ায় চড়ে গণতন্ত্র সাফ,
কবি দ্যাখেনি, দেখেছে তাল গাছের বাল
খুন, গুম, হামলা-মামলায় হোক নাজেহাল,
পাখি স্বাধীন, গান গায়, ফকির ভিক্ষা করে
তবু কেন ভোটের অধিকার চাস তোরা ফিরে ?
গাধার পেটে হাতির বাচ্চা, সেও বিশ্বাস করো ?
বেশ্যার ঘরে রাত কাটিয়ে ভদ্র মুখোশ পরো !