মামলায় কুপোকাত হলে
হামলা করার দরকার কি ?
১৪০-তম মামলার দিনে সব সভা, সেমিনার
দেখে নিক ঘাসফুলে আকাশ বাতি ।
এক হাতে ককটেল, অন্য হাতে গাড়ি ভাঙ্গা,
মাথা হলো সর্বনাশা ষড়যন্ত্র
বিদেশী হত্যায় জঙ্গির গন্ধ,
না না, কাপ-পিরিচে ঠোকাঠুকি
মদের বোতল হাতে কাইল্লা দাঁত
ফাইভ স্টার চিড়িয়া । অচিরেই
খাঁচার সৌন্দর্য করবি বৃদ্ধি !
ঠোঁটকাটা চালকুমড়ো, স্বপ্ন দ্যাখে
কুকুর-শেয়ালে কী সুন্দর ২০৪১ !