পিচ্ছিল টাইলস, ঢেকে দিয়েছি দামি কার্পেটে
দেশীয় সোফাসেট কয়দিন পর কমন হয়ে যায়
এগুলো বিদেশ থেকে আনা, ২০০% ডিউটিতে কাস্টম ছাড় করিয়েছি
আসবাব, পর্দা, আনুসঙ্গিক সব ইনটেরিওর ডিজাইনার দিয়ে করা
ঝাড় বাতির স্বপ্নীল আলোয় লিখতে বসেছি কবিতা -
টাকার গন্ধ, অর্নামেন্ট, তুলতুলে বিছানা, সোনালী মেয়ে
৩৬৫ দিন পর মনে পড়লো, এবার কবিতার কাছে যাওয়া দরকার
ফুটপাথ থেকে ভাঙ্গা রাস্তা, গাছ, পাখির বাসা, দরিদ্র মুখ
আহা, পূর্ণিমার চাঁদে ঝলসানো রুটি, সুকান্ত, নজরুল, জীবনানন্দ, রূপসী বাংলা...
ভাবছি আর ফিরবোনা ওখানে, যেখানে কবিতা নেই, কী হবে ফিরে !
বেহুলা, তোর জন্যে আমি বিবাগী হবো, তুই আমাকে কবিতা দিবি ?