এলোমেলো ভাবনা, পূর্ব-পশ্চিম
পাখির বাসার মতো খড়-কুটো
খুটিয়ে খুটিয়ে সংগ্রহ করি বসবাস ।
কবির কথা কবি শুনে অনর্গল
সামর্থ আছে, সব নয় বেদুইন সংলাপ ।
পিছু আছে, টান নেই, বাউল মন
দম দেওয়া সময়, ঝিলমিল তরঙ্গ
বন্ধ চোখে পাল পাড়া, পূজোর দিন
রঙ করা পুতুল, জিলিপি ভাজার গন্ধ
স্টেজে রূপবান, রহিম বাদশার ছেলে
বাবা সাথে নেই, সন্ধ্যে হয়েছে
মায়ের কথা খুব মনে পড়ছে !
খৈ-মুড়কিতে দেখা হবেনা
প্রতিমা বিসর্জন !