১) পারলে ঠ্যাকা:
পুলিশের এক বাড়িতে তিন মাস বিছানায়
নেতা ছিলনা, কেবল পরিশ্রমের মূল্য চেয়েছিল ।
ভাগাড়ের মরা, এখন শুকিয়ে কাঠ, কোটরগত চোখ
কাঁদতে পারেনা বলে পাথরজমা বুক !
কিছুক্ষণ আগে বাড়িওয়ালা ঘরভাড়া, বিদ্যুৎ, পানির বিলের সাথে
ধরিয়ে দিয়ে গেছে বাড়তি গ্যাস বিল ২৫০ টাকা ।
তেল-বিদ্যুতের বাড়তি আয়েও গড়মিল ভাগ-বাটোয়ারা
পে-স্কেলে তিন ইঞ্চি উঁচু বুক, কে বলেছে তালেবর অবৈধ ?
রাজা, মন্ত্রী, উজিরের বেতন দ্বিগুণ করার এখনি সময় !
২) ডাক্তার:
মেধাবীরা ডাক্তার হলে দাঁতের মর্যাদা বুঝে ফেলবে
হ্যাঙ্গারে ঝুলানো কাপড়, হৃদরোগে ক্লু শেষ
তাজা রক্তে বেয়াদপ চাহিদা ! তুই অস্বীকার করে যা...
সোনার ছেলেরা এবার ডাক্তার হবে, কী সৌভাগ্য !