১) বুড়ো:
ঘাটের বুড়ো, নদীর মাঝে কুঁড়ে ঘর
সারারাত মাছ ধরে খরা জালে...
এই তো সেদিন, ফেলে আসা বাইশ বছর !
নদীর জলে বান আসে, ভাটিয়ালি সুর
চৈত্র এলেই হাঁটুজলে এপার-ওপার...
বেলে মাটির জীবন ধারা - দু'ফসলি
কত মুখ হারিয়ে গেল, বুড়োর খবর কে রাখে !
২) যৌবনবতী:
কচুপাতার জল, পড়ে যেতই - পড়ে গেছে
পাখির ঠোঁটে হলুদ বার্তা...
চোখ বন্ধ করলেই দৃষ্টির বসতবাড়ি
কমে আসছে রঙ, রূপ, রস, গন্ধ, সামর্থ্য...
কবিতা, তুমি থাকবে কি যৌবনবতি ?