ভেতো বাঙালি নিরামিষি হলে
আলগা হয়ে যায় বলিরেখার ভাঁজ,
বগা এক ঠ্যাংগে দাঁড়িয়ে পদ্ম, পুঁটি
বাদ দিয়ে
ঠুকরিয়ে খায় হাড়, মাংস, রক্ত, মগজ ।
আর মোল্লাবাড়ির বউ দিগম্বর হয় রাস্তায়
প্রকৃতি ধর্ষিত হয় খড়-কুটোর কাছে !
বুনোর বাঁশি অবিরাম বাজে, গান গায়...
তবু চারিদিকে ষড়যন্ত্রের গন্ধ, ঘুম হারাম;
পরিনত সভ্যতায় জারজকে মেনে নিয়েছে পৃথিবী
অথচ বারোহাত কাপড়েও ন্যাংটো বুনো,
শরীর দেখা যায় !
হিংসার মাঠে নেই জ্বালানী সংকট
তৃতীয় পক্ষ প্রস্তুত । গোল দাও । দায়হীন ।
তাবেলা সিজার, হোসে কোমিও
তোমাদের জন্য সত্যিই বড় মায়া হয় !