আমি বাতাসে কান পেতে নেই
তবু তুমি ডাক দিয়েছ জরিন ফিতায়
জানি, তোমার সাথে দেখা করা মানে -
আবার গোল্ডলিফ সিগারেট, লাইটার...
লম্বা পা ফেলা খাঁ খাঁ রোদ
জেগে ওঠা চরে জলহীন কান্না...
সারাদিন না খাওয়া পেটে এসিড
গুমটি দোকানে কড়া লিকারের চা
ঘণিয়ে আসা আঁধার, শীতের কুয়াশা
ওপারে পদ্মা, আকাশ লালিমা, মেঘমালা...
আমি ভুলে গেছি ঝিনুক প্রেম, মুক্তদানা
আমাকে খুঁজতে আসা জলরঙ - বৃথা