(১)

তাতাল পিচে গায়েবি স্লোগান...
লজ্জায় মাথা কুটে উদাস দুপুর
আহা, চ্যাম্পিয়নস অব দ্য আর্থ !
গুড় ফেলা মাছিতে ষোলকলা পূর্ণ

পিকদানীতে ওয়াক থু, বেসিন খালি কর !

(২)

ঢোল কলমি বৃক্ষ হলে
          কলাগাছ করে অঙ্গিকার -
বাকী আগাছাও নিশ্চয় করব পরিস্কার...

(৩)

টমেটো আলাপে মিস্টার কুকিজ
বাদাম, চানাচুর, কোকাকোলা ফ্রি...
ভিক্ষা দিবিনা, সে কথা জেনেও
সব অর্জন তোকেই করলাম উৎসর্গ...

গাঁয়ে না মানলেও আমি মোড়ল,
                              প্রমাণিত ।