সোহাগি গোলাপ, তোকে ধরতে গেলেই
ডালে, শাখায় কাঁটা
অথচ গোলাপ চাই আমার, তরতাজা
লাল, নীল, সাদা
রেণুর সোহাগে পাপড়ি মেলা
টকটকে রোদে রাঙা
বর্ষার জলে বাড়ন্ত শরীর তোর
সকাল হলেই আকাশ ছুঁতে চাস
মেঘের আড়ালে মুখ লুকাতে পারবিনে
তাই কি শরীরে কাঁটা ? নিরাপত্তার চাদর
কথা দিলাম, আমি ছুঁয়ে দেখব না
পাবি কি নিরাপত্তা ? ঝরে পড়লেই সব বৃথা