(১) বিচার:
মাকড়শার জাল বিস্তার আর বিস্তার...
ছয়মাস ধরে রক্ত, ঘাম, রাতজাগা - পরিস্কার
লোহার গ্রিলে অভিজ্ঞতার সনদ, মুক্তি
পরদিন মুগা রশিতে বেঁধে
ইওর অনার !
(২) ভর্তি:
রক্তচোখে বোমকেশ, চাঁদাবাজি - ভাললাগেনা
টেন্ডার হাতে চাই ডাক্তারী বিদ্যা ।
কালশির ঘাটে ডুব দিয়ে পেয়ে গেলাম প্রশ্নপত্র
ভর্তি হওয়া কত সহজ !
(৩)
রিপোর্ট:
সন্ধ্যা ৬.৩০, রোড লাইট ভাঙ্গা, অন্ধকার
তিনজন যুবক, ঠাস্ ঠাস্ ঠাস্...
এটা জঙ্গি হামলা নয়, ষড়যন্ত্র
তদন্তের স্বার্থে এখনি কিছু বলা যাবেনা
সিসি ক্যামেরার ফুটেজ দেখতে হবে ।