ফুল পাথর:
ফুল দিয়েছো, ভালো
জন্মদিনে নাকি হৃদয়ের টানে ?
তোমার চোখে অদ্ভূত বিষ্ময়
ফুল সহজেই পাথর হয়ে যায় !
তারচেয়ে তুমি আমার পাশে বসো
হাতটা ধরি একটু নরম করে
ফুল, পাথর হলে যদি গলাতে না পারি !
গাংচিল:
তোমার ঠোঁটে কামনা ছিল
আমি শুধু বসিয়ে দিলাম চুমো;
ধরিয়ে দিলে কারন দর্শানোর নোটিশ
তারপর চাইলে অধিকার...
আমি শুধু দেখিয়ে দিলাম দীর্ঘ পথ...
গাংচিল উড়ে গেল, কামনার হাট ফাকা
তুমি খুঁজে নিলে চাঁদের পাহাড়
আমি মাটির পৃথিবী, ধুলো, বালি...