(১) পুরুস্কার:
তিনটা পাখি
একটা খুন, অন্যটা গুম
বাকীটা পুরুস্কার !
(২) ফাটা বুক:
খৈলশা বুড়ির নাচা হলোনা
কুয়োর ব্যাঙের দুঃখ গেলনা,
ইউনুস কেন নোবেল পায় ?
উইপোকায় করে হায় হায় !
(৩) সফর:
জঙ্গি জঙ্গি খেলা
এবার বেড়েছে বেলা,
সূচী আছে, সফর নাই
বাংলা আসতে ভয় পায় !